পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। সচিব পদে পদোন্নতির পর তাঁকে এ নিয়োগ দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১০ নভেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এদিকে, পৃথক প্রজ্ঞাপনে বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনি। এর আগে ৩০ ডিসেম্বর রিনিকে কুষ্টিয়ার ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।
তাঁর সে আদেশ বাতিল করা হয়। বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপসচিব শাহ মোজাহিদ উদ্দিন। এ ছাড়া কুষ্টিয়ার ডিসিকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের ডিসিকে মাঠ থেকে তুলে জীবন বীমা করপোরেশনে বদলি করা হলেও সে অংশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে তাঁরা স্ব স্ব জেলায় বহাল থাকছেন।
এদিকে, পরিবেশ অধিপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. কামরুজ্জামান। কয়েকজন উপসচিবের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।