দেশের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যা দেওয়া এবং সংবিধান ‘ছুড়ে ফেলা’ এমনকি সংবিধানের ‘কবর রচনা’ করার বিষয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ১৯৭২ সালে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির পরিবারের সদস্যরা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭২ সালে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা হচ্ছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং সংবিধানকে টার্গেট করা হয়েছে।
এরই মধ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ বলে আখ্যা দেওয়া হয়। সংবিধান ‘ছঁড়ে ফেলা’ এমনকি সংবিধানের ‘কবর রচনা’ করার কথাও বলা হয়েছে।
বিবৃতিদানকারীদের মধ্যে রয়েছেন- বাহাত্তরের খসড়া সংবিধান কমিটির সদস্য ব্যারিস্টার আমীর-উল ইসলামের মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর, তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ, অধ্যাপক হাফেজ হাবীবুর রহমানের ছেলে মইনুর রহমানসহ ১৪ জন।