নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে বাংলা একাডেমিতে শুরু হলো ভালো থাকার উৎসব। গতকাল সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দুই দিনের এ উৎসবের উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ ও মডেল- অভিনেত্রী তানজিকা আমিন। সেই সঙ্গে ভাস্কর নভেরা হলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী আর্ট ক্যাম্প ও প্রদর্শনী। প্রথিতযশা ১০ জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে দিনব্যাপী এ আর্ট ক্যাম্পের প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০ জন নারী চিত্রশিল্পীর চিত্রকর্ম। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান।
এ ছাড়াও বাংলা একাডেমির সবুজ প্রাঙ্গণজুড়ে রয়েছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। উৎসবের প্রথম দিনে মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদের মানসিক স্বাস্থ্য ও ইমোশনাল ইন্টিলিজেন্স নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টাব্যাপী এ সেশনে বিপুলসংখ্যক উৎসাহী মানুষ অংশ নেয়। বিকালে উন্মুক্ত মঞ্চে সংগীত পরিবেশন করে সর্বনাম ব্যান্ড।
আজ শনিবার শেষ হবে দুই দিনের এ আয়োজন। বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সমাপনী আয়োজনে কৃতী নারী ফুটবলার রেহানা পারভীনকে প্রদান করা হবে শান্তিময়ী সম্মাননা।