বাসের মধ্যে হারিয়ে যাওয়া ৪৫ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রাবণ পরিবহনে ডেমরা থেকে গুলিস্তান যাচ্ছিলেন মোহাম্মদ নাজমুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি। পরে গুলিস্তান থেকে তিনি তার অফিস মতিঝিলের টয়নবী সার্কুলার রোডের জেমি এয়ার ইন্টারন্যাশনালে আসেন। অফিসে পৌঁছে তিনি দেখেন বাসা থেকে আনা ৪৫ হাজার টাকা তার পকেটে নেই। অনেক খোঁজাখুঁজি করেও টাকা পাননি তিনি। এদিকে শ্রাবণ পরিবহনের ওই বাসের এক যাত্রী একটি খামের মধ্যে থাকা টাকা ও একটি এনআইডি কার্ডের ফটোকপি পান। সেই টাকা ও এনআইডি কার্ডের ফটোকপি গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মোহাম্মদ মেজবাহ উদ্দিনের কাছে জমা দেন। সেই এনআইডি নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল নম্বর সংগ্রহ করে নাজমুল ইসলামকে ফোন করে পুলিশ। পরে তিনি পুলিশের কাছে এলে যাচাইবাছাই শেষে টাকা ফিরিয়ে দেওয়া হয়।