যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি তাদের কার্যক্রম বাস্তবায়নকারী বাংলাদেশসহ সব অংশীজনকে তাদের অধীন চলমান সব প্রকল্পের কার্যক্রম বন্ধ অথবা স্থগিত করার নির্দেশ দিয়েছে।
গতকাল শনিবার ইউএসএআইডি বাংলাদেশ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে অংশীদারদের ইউএসএআইডির অধীন সব চুক্তি, কার্যাদেশ, মঞ্জুরি, সহযোগিতামূলক চুক্তি কিংবা অন্য সব প্রকল্পের সব ধরনের কাজ বন্ধ, জব্দ বা স্থগিত রাখতে বলা হয়েছে।
সেই সঙ্গে অংশীদারদের তাদের জন্য বরাদ্দ খরচ কমাতে সব যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তী নির্দেশ (উল্লিখিত নির্দেশনা বাতিল করার) লিখিত আকারে না পাওয়া পর্যন্ত অংশীজনদের তাদের কাজ আবার শুরু না করতে বলা হয়েছে।
ইউএসএআইডির জ্যেষ্ঠ ক্রয় কর্মকর্তা জেমি জে রজার্সের পাঠানো ‘নোটিশ অন ইমপ্লিমেন্টেশন অব এক্সিকিউটিভ অর্ডার: ডিইআইএ অ্যাকটিভিটিস আন্ডার এক্সিস্টিং ইউএসএআইডি অ্যাওয়ার্ডস’ অনুসারে ইউএসএআইডি/বাংলাদেশ এ চিঠি পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত