অসচ্ছল গর্ভবতী মায়েদের গর্ভকালীন যত্ন এবং নবজাতক শিশুর স্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণে সরকারের মাতৃত্বকালীন ভাতা জিটুপি (গভর্নমেন্ট টু পার্সন) পদ্ধতিতে পৌঁছে যাচ্ছে উপকারভোগীদের পছন্দের এমএফএস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। ঘরে বসেই নিজের বিকাশ অ্যাকাউন্টে ভাতার অর্থ গ্রহণ করছেন অসচ্ছল গর্ভবতী মায়েদের একটি বড় অংশ। তারা, খুব সহজে এবং নিরাপদে সেই অর্থ নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনও করতে পারছেন।
বিজ্ঞপ্তি