স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হয়েছেন ফারাহনাজ ফিরোজ। বিওটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি ২০১১ সাল থেকে বোর্ডের সদস্য। ফারাহনাজ ফিরোজ একজন শিক্ষাবিদ হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগে বিভিন্ন ক্লাস নেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফোরাম গঠন করেন, যাতে শিক্ষার্থীরা পাঠ্যক্রমবহির্ভূত কার্যকলাপে অংশ নিতে ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন।
বিজ্ঞপ্তি