রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। তিনি বলেন, 'বাংলাদেশকে আমরা ফিলিস্তিনের গাঁজা বা ইউক্রেন হিসেবে দেখতে চাই না। রাখাইনে মানবিক করিডরের বিষয়ে জনগণের ম্যান্ডেড প্রাপ্ত ব্যক্তিরাই সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে। সংসদেই এই বিষয়ে সিদ্ধান্ত হতে হবে।'
শনিবার (৩ মে) রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত বিএসপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই বিষয়ে কোন সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। বিএসপি দেশ এবং জাতির কল্যাণে রাজনীতি করে। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এই ধরনের সিদ্ধান্ত থেকে সবাইকে বিরত থাকতে হবে।
সভায় নারী সংস্কার কমিশনের বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে করে বলেন, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যেকোনো আইনের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম পার্টি জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
সভায় আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিএসপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলকে কেন্দ্র করে দলীয় কাঠামো ও পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২১টি উপকমিটি গঠন করা হয়েছে।
বিএসপির অতিরিক্ত মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাওলানা আশিকুর রহমান হাশেমী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মো. মনির হোসেন, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার এবং যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা