নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শনিবার রাতে সদর উপজেলার জামাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌগাতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সদস্য দুজাহান মিয়া (৫৫) ও একই গ্রামের মোফাজ্জলের ছেলে নুর মোহাম্মদ (২৯)। আহতরা হলেন- নুর মোহাম্মদের মা মনোয়ারা বেগম (৬০) ও চাচা রফিকুল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রফিকুলের সঙ্গে দুজাহানের বিরোধ চলছিল। গত শনিবার জেলা বিএনপির সম্মেলন শেষে রাতে মাতুর মোটরসাইকেলে দুজাহান বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জামটি গ্রামের ডা. নবী হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ওতপেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে দুজাহানকে হত্যা করে। পরে মাতুর নেতৃত্বে দুজাহানের সমর্থকরা রফিকুলের বাড়িতে হামলা চালায়। পাল্টাপাল্টি হামলায় রফিকুল, তার ভাতিজা নুর মোহাম্মদ ও নুর মোহাম্মদের মা মনোয়ারা বেগম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। মনোয়ারা এবং রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, মাতু বিভিন্ন মামলার আসামি। নুর মোহাম্মদ তার একটি মামলার সাক্ষী ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কান্তি সরকার জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিরোনাম
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতাসহ নিহত ২
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর