বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ২ কেজি ৪৪০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে সাগরে চলমান ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে শুক্রবার ভোররাতে জেলেদের জালে বলেশ্বর নদের মোহনায় মাছটি ধরা পড়ে। সূত্র জানায়, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মোস্তফা আলমের মালিকানাধীন ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে সকালে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এক জেলে। এ সময় উন্মুক্ত ডাকের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা মণ দরে ১৩ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন পাইকারি ব্যবসায়ী হানিফ মিয়া। হানিফ মিয়া বলেন, মাছটি মূলত রাজা ইলিশখ্যাত রুপালি ইলিশ। সর্বোচ্চ ডাকে মাছটি প্রায় ১৪ হাজার টাকায় কিনেছেন। মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগর মোহনায় জেলেদের জালে প্রায় আড়াই কেজি ওজনের মাছটি ধরা পড়েছে। নদনদীতে ইলিশের ব্যাপক আকাল। এ অবস্থায় এরকম একটি মাছ পাওয়ায় জেলে পরিবারে যেন ঈদের আনন্দ বইছে।