খুলনার শান্তিধাম মোড়ে জাতিসংঘ শিশুপার্কে ঈদমেলায় কিশোর গ্যাংয়ের হামলায় পলাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ত্রাসীরা রবিবার রাতে ছুরিকাঘাতে তাকে গুরুতর জখম করে। পলাশ নগরীর মতলেবের মোড়ের মো. আবদুল হামিদ খানের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাতে তুচ্ছ ঘটনায় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদমেলায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে পলাশের পেটে আঘাত করে। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় রাতে তার জরুরি অপারেশন করা হয়। কিন্তু গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, এ ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।