আশুলিয়ায় কুপিয়ে হত্যা করে স্বর্ণের ব্যাগ লুট করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে সাভারের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম দিলীপ দাস (৪৭)। তিনি স্বর্ণপট্টির দিলীপ স্বর্ণালয়ের স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৯টার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে তিনজন অস্ত্রধারী স্বর্ণপট্টিতে ঢুকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা দিলীপ স্বর্ণালয়ের সামনে যায়। দিলীপ স্বর্ণালয়ের মালিক ওই সময় দোকান বন্ধ করছিলেন। অস্ত্রধারীরা এ সময় দিলীপ দাসকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে কাকটেল ফাটাতে ফাটাতে প্রাইভেটকারযোগে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বলেন, অস্ত্রধারীরা আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা ব্যাগে ২০/২৫ ভরি স্বর্ণ লুট করে ককটেল ফাটাতে ফাটাতে চলে যায়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রায়হান বলেন, বুক, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক কোপানো অবস্থায় দিলীপকে হাসপাতালে আনা হয়। আমরা চিকিৎসা শুরু করেছিলাম কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
বিষয়টি জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আহত স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।