২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে গাজায় কমপক্ষে ৫২ হাজার ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায়ও গাজায় ইসরায়েলি হামলায় ৫১ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৭ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলি বাহিনী ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে এ পর্যন্ত ২ হাজার ১৫১ জন নিহত এবং ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজার ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।