গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধিদল কায়রোতে পৌঁছেছে। গতকাল ফরাসি গণমাধ্যম এএফপিকে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধার এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শুক্রবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু বলেছেন, ‘খলিল আল-হাইয়ার নেতৃত্বে হামাসের আলোচক প্রতিনিধিদল কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছে’।
তিনি বলেন, যুদ্ধ অবসানে হামাসের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য এটি মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব হামাস এ মাসে প্রত্যাখ্যান করার পর এই পুনর্নবীকরণ প্রস্তাবটি আনা হলো।
হামাস বলেছে, তারা ‘আংশিক’ যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে না। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার ফলে শুরু হওয়া যুদ্ধ বন্ধ করার জন্য একটি ‘ব্যাপক’ চুক্তির আহ্বান জানিয়েছে।
দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত ১৮ মার্চ ইসরায়েল তাদের বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করার পর থেকে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। গত মঙ্গলবার হামাসের একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন ধারণা’ নিয়ে আলোচনা করার জন্য একটি প্রতিনিধিদল মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে। শুক্রবারের ঘোষণাটি এমন একসময় এলো যখন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় তাদের খাদ্য মজুত শেষ হয়ে গেছে।
কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিসরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তির ফলে ইসরায়েলি হেফাজতে থাকা জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ের পাশাপাশি সাহায্যের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু পরবর্তী পর্যায়ের শর্তাবলি নিয়ে মতবিরোধের কারণে এটি ভেঙে যায়।
হামাস জোর দিয়ে বলেছে, যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনা করা উচিত। যেমনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত জানুয়ারির কাঠামোতে বর্ণিত ছিল। তবে ইসরায়েল প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিল।-এএফপি