এক রাতেই ইউক্রেনের ৭৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলে ৩০ ড্রোনের হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া কালুগা এলাকায় আরও ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, কুরস্ক, ভোরোনেজহ, রোসতোভ এবং বেলগোরোদ অঞ্চলেও বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মস্কো ৯০টিরও বেশি ড্রোন ভূপাতিত করে। মেয়র সের্গেই সোবিয়ানিন এটিকে মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা বলে অভিহিত করেন।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের ওই হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সে সময় দেশটির বিভিন্ন স্থানে ইউক্রেনের ৩৩৭টি ড্রোন ভূপাতিত করা হয়। অপরদিকে গতকাল সকালে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়া। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান রোমান ম্রোচকোর জানান, খেরসনে ৪২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। গতকাল ভোরে কিয়েভ এবং দিনিপ্রোপেত্রোভস্কের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ওই দুই শহরে হামলার ঘটনা ঘটেছে। -এএফপি