ফিলিপাইনের পশ্চিম উপকূলে একটি ড্রেজার জাহাজ উল্টে গিয়ে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাতজন। মৃতদের মধ্যে একজন চীনা নাগরিকও রয়েছেন।
ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) জানায়, ড্রেজিং কার্যক্রমে নিয়োজিত ‘এমভি হং হাই ১৬’ নামের জাহাজটি গত মঙ্গলবার অক্সিডেন্টাল মিনডোরো উপকূলে দুর্ঘটনার শিকার হয়। জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৩ জন ফিলিপাইনের ও ১২ জন চীনের নাগরিক।
এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৬ জন ফিলিপিনো এবং ৮ জন চীনা নাগরিক। দুর্ঘটনার দিন থেকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে।
দুর্ঘটনার সময় জাহাজটিতে ২ হাজার লিটার লুব্রিকেন্ট তেল ও ৩০ হাজার লিটার ডিজেল ছিল। ফলে আশপাশের পরিবেশ দূষণের শঙ্কা দেখা দিয়েছে। কোস্ট গার্ড ইতোমধ্যে তেল ছড়িয়ে পড়া রোধে সচেতনতার সঙ্গে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেছে।
কীভাবে জাহাজটি ডুবে গেল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, এই ধরনের সামুদ্রিক দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল