শক্তিশালী ভূমিকম্পের পর মিয়ানমারে উদ্ধার তৎপরতায় সহায়তা করতে বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশয়ের মতো প্রতিবেশী দেশগুলো হাত বাড়িয়ে দিয়েছে দুর্গতদের সহায়তায়।
দেখে নেওয়া যাক কোন কোন দেশ মিয়ানমারে সহায়তা পাঠিয়েছে:
বাংলাদেশ
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুনের উদেশে রওয়ানা করেছে। এতে পাঠানো সাড়ে ১৬ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যলাইন, ঔষধ, তাঁবু, হাইজিন প্রোডাক্টসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।
আইএসপিআর আরও জানায়, আজ যেসব ত্রাণসামগ্রী মিয়ানমারে পাঠানো হয়েছে তা পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশমাত্র। পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৬ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া, চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১০ সদস্য এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে ১১ সদস্যের দুটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
চীন
মিয়ানমারে ৮২ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে প্রতিবেশী চীন। এছাড়া বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনেও একটি দল মোতায়েন করা হয়েছে।
হংকং
রবিবার হংকং থেকে ৫১ সদস্যের একটি দল মিয়ানমারে পৌঁছেছে, যেখানে উদ্ধারকাজে ব্যবহারের জন্য প্রশিক্ষিত কুকুর, বিশেষ সরঞ্জাম ও জীবন শনাক্তকারী ডিভাইস রয়েছে।
ভারত
ভারতের একটি ত্রাণবাহী উড়োজাহাজ মিয়ানমারে অবতরণ করেছে, যাতে উদ্ধারকারী দলের পাশাপাশি স্বাস্থ্যসম্মত কিট, কম্বল ও খাদ্যসামগ্রী রয়েছে।
মালয়েশিয়া
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ সদস্যের একটি দল মিয়ানমারে পাঠানো হচ্ছে, যারা চলমান মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহায়তা করবে।
অন্যান্য
এগুলো ছাড়াও ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডও মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠিয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আশিক