ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন ও রাশিয়া। আজ শনিবার ভোরে চীনের ৩৭ সদস্যের একটি দল ইয়াঙ্গুনে পৌঁছায়।
থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ সংস্থা ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনা উদ্ধারকারী দল সঙ্গে এনেছে প্রাণীর অস্তিত্ব শনাক্তকারী যন্ত্র, ড্রোন ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা।
অন্যদিকে, রাশিয়া দুটি বিমানযোগে উদ্ধারকর্মী পাঠিয়েছে। মস্কো থেকে তাঁদের রওনা হওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে মিয়ানমারে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৪৪ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত ইরাবতী নদীর ওপর একটি সেতু ধসে পড়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মান্দালয় শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। অত্যন্ত শক্তিশালী এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৯ দশমিক ৬ কিলোমিটার (৬ মাইল)। গভীরতা কম থাকায় এটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
ভূমিকম্পের ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটার শক নথিভুক্ত করা হয়, যা ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দেয়।
আন্তর্জাতিক উদ্ধারকারীদের পাশাপাশি মিয়ানমারের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।
বিডি প্রতিদিন/আশিক