ইরানের ওপর চাপ বাড়াতে চীনের একটি তেল শোধনাগারের (Teapot Refinery) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটি ইরানি তেল কেনার মাধ্যমে প্রায় ৫০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। এই তের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের মাধ্যমে সরবরাহ করা হয়।
মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, চীনের শানডং প্রদেশের এই ছোট আকারের ব্যক্তিমালিকানাধীন শোধনাগারটি নিষেধাজ্ঞার আওতায় এসেছে। এর পাশাপাশি আরও ১৯টি জাহাজ ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেগুলো এসব তেল সরবরাহে জড়িত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পুনরায় চালু করেছেন। এর আওতায় এরই মধ্যে দেশটির তেলমন্ত্রীসহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও বৃহস্পতিবার চীনের একটি তেল টার্মিনালের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এই পদক্ষেপ ইরানের তেল রপ্তানি ‘শূন্যে নামিয়ে আনার’ প্রচেষ্টার অংশ।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীনের এসব শোধনাগার ইরানি তেল কিনে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠছে।
বিডিপ্রতিদিন/কবিরুল