জার্মানির সব বিমানবন্দরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন দেশটির বিমানবন্দর কর্মকর্তা ও কর্মীরা। ট্রেড ইউনিয়ন ভেরডির ডাকে সোমবার অনুষ্ঠিত এই ধর্মঘটে অন্তত ৫ লাখ ১০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জার্মানির বিমানবন্দর অপারেটর সংস্থা এডিভির (ADV) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সংস্থাটি জানায়, ধর্মঘটের কারণে সোমবার জার্মানিতে ৩,৪০০-এর বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে এসব ফ্লাইটের যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
রাজধানী বার্লিন, বাণিজ্যিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, স্টুটগার্ট, কোলন, বন, ডুসেলডর্ফ, ডর্টমুন্ড, হ্যানোভার, ব্রেমেন এবং হামবুর্গের সব বিমানবন্দর সোমবার বন্ধ ছিল। এক বিবৃতিতে এডিভি জানিয়েছে, "দেশজুড়ে বিমানবন্দর বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভীতি তৈরি হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে মাসিক বেতন ৮ শতাংশ বাড়ানো, বোনাসের পরিমাণ বৃদ্ধি এবং ছুটির সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল ভেরডি। তবে কর্তৃপক্ষ এই দাবির সঙ্গে একমত না হওয়ায় ধর্মঘটের ডাক দেয় ট্রেড ইউনিয়নটি।
সোর্স: রয়টার্স
বিডি প্রতিদিন/আশিক