মঙ্গলবার ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে, হোদেইদাহ প্রদেশের উপকূলে একটি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ইরানি গণমাধ্যম পার্সটুডে জানিয়েছে, হুথি এই খবরের আরও বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
কিছুদিন আগেই ওয়াশিংটন ঘোষণা করেছিল যে হুথিরা গত ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।
ওয়াশিংটন হুথির এসএএম ক্ষেপণাস্ত্র ব্যবহারকে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইয়েমেনি সংঘর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করে।
ওয়াশিংটনের মতে,এটি হুথিদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করে এবং এইভাবে, হুথিরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিটি শক্তির কাছে জোরালো বার্তা পাঠানোর চেষ্টা করছে এবং জোর দিয়ে বলছে যে তারা কেবল একটি স্থানীয় বিপ্লবী আন্দোলন নয় বরং একটি আঞ্চলিক শক্তি যার প্রতিরোধ এবং সংঘাত দুই ক্ষমতাই রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল