সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দারা প্রদেশের একটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দামেস্ক থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণে কিসওয়ে শহরে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘দক্ষিণ সিরিয়ায় শান্তি রক্ষায় আমরা যে নতুন নীতি নির্ধারণ করেছি তার অংশ হিসেবে বিমান বাহিনী দক্ষিণ সিরিয়ায় শক্তিশালী হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে আমাদের বার্তাটি স্পষ্ট, সেটা হলো আমরা দক্ষিণ সিরিয়াকে কোনোভাবেই দক্ষিণ লেবাননে পরিণত হতে দেব না।’
তিনি আরও বলেন, ‘সিরিয়ার সরকারি বাহিনী এবং দেশটির সন্ত্রাসী সংগঠনগুলোর দক্ষিণ সিরিয়ায় নিজেদের প্রতিষ্ঠা করার যেকোনো প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করে দিতে প্রস্তুত।’
বিডি প্রতিদিন/এমআই