মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বিশ্ব ইহুদি কংগ্রেসের প্রধান রোনাল্ড লডারকে বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য একমাত্র গ্যারান্টি হল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা।
রবিবার কায়রোতে লডারের সাথে সাক্ষাতের সময় সিসি যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের তাদের ভূমি থেকে উচ্ছেদ না করে পুনর্গঠন শুরু করার আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল, উপকূলীয় অঞ্চল পুনর্নির্মাণ এবং এটিকে "মধ্যপ্রাচ্যের রিভেরা" হিসাবে রূপান্তরিত করার বিতর্কিত পরিকল্পনার বিকল্প খুঁজে বের করার জন্য আরব দেশগুলি যখন হিমশিম খাচ্ছে, তখন মিশরের নেতার এই মন্তব্য এসেছে।
ট্রাম্পের প্রস্তাবে মিশর ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের স্থায়ীভাবে পুনর্বাসনের কথা বলা হয়েছে, যা আরব ও বিশ্ব নেতাদের কাছ থেকে ব্যাপক নিন্দার মুখে পড়েছে।
সিসি রবিবার লডারকে বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা... স্থায়ী শান্তি অর্জনের একমাত্র গ্যারান্টি।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল