মালির উত্তরপূর্বাঞ্চলের গাও শহরের কাছে বেসামরিক এক গাড়িবহর ও এর পাহারায় থাকা সেনাদের ওপর সশস্ত্র আক্রমণকারীদের চোরাগোপ্তা হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার হামলার ঘটনাটি ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় এক কর্মকর্তা ও বাসিন্দারা জানান, শুক্রবার গাও থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কোবে গ্রামের কাছে হামলার ঘটনাটি ঘটে।
মালির এই অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার স্বীকৃত সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপরতা চালিয়ে আসছে। এসব গোষ্ঠীর সশস্ত্র তৎপরতার কারণে মালি, প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারে অস্থিরতা বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ওই কর্মকর্তা শনিবার রয়টার্সকে বলেন, “লোকজন গাড়িগুলো থেকে ঝাঁপিয়ে পড়ে পালাতে থাকে। অনেক বেসামরিক হতাহত হয়েছেন।”
এই কর্মকর্তা জানান, গাওয়ের সরকারি হাসপাতালে ৫৬টি মৃতদেহের তথ্য রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, সেনাবাহিনীর অনেক সদস্যও হতাহত হয়েছেন, তবে তাদের সংখ্যা জানায় যায়নি।
রয়টার্স বলছে, এই হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে মালির সেনাবাহিনী সাড়া দেয়নি।
গাওয়ের একজন বাসিন্দা বলেছেন, হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কিছু যানবাহন জ্বালিয়ে দিয়েছেন হামলাকারীরা। দেশটিতে প্রায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। যে কারণে বেসামরিক যানবাহন সেনাবাহিনীর পাহারায় যাত্রী পরিবহন করছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম