মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার সিরিয়ার বিদ্রোহী দলগুলো শারাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়।
এক বিবৃতিতে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা অর্জনে তার সাফল্য কামনা করেছেন সিসি।
শারা গত বছরের শেষ দিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের অভিযানে বিদ্রোহী আক্রমণের নেতৃত্ব দেন শারা। আসাদ পতনের পর পশ্চিমা বিশ্বও তাকে ধীরে ধীরে সমর্থন জানাতে শুরু করেছে।
পশ্চিমা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিসির এই স্বীকৃতিও তাই বিশেষ গুরুত্ব বহন করছে।
মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব বিস্তারকারী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এই সর্বাধিক জনবহুল আরব রাষ্ট্রে সিসি ইসলামপন্থীদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল