পাকিস্তানে এক বাবা তার কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন, কারণ তিনি মেয়ের টিকটক ভিডিও নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে, যেখানে আনোয়ার উল-হক নামের এক ব্যক্তি তার ১৩ থেকে ১৪ বছর বয়সী মেয়ে হীরা আনোয়ারকে হত্যা করেন। মেয়েটি এবং তার বাবা দুজনেই মার্কিন নাগরিক।
আনোয়ার উল-হক সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে ফিরে আসেন এবং ৩১ জানুয়ারি, মঙ্গলবার, মেয়েকে গুলি করে হত্যা করেন। প্রথমে তিনি দাবি করেন যে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা তার মেয়েকে হত্যা করেছে, তবে পরে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। তিনি বলেন, মেয়ের টিকটক ভিডিওগুলি তার কাছে ‘অপছন্দ’ ছিল, যা পরিবার ও সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক ছিল।
পুলিশ এই হত্যাকে ‘অনার কিলিং’ হিসেবে পরীক্ষা করছে, যদিও তারা নিশ্চিত হতে পারছে না যে এটি সঠিকভাবে অনার কিলিং ছিল কি না। পাকিস্তানে প্রতি বছর এমন হাজার হাজার অনার কিলিংয়ের ঘটনা ঘটে, যেখানে সাধারণত নারীরা নিহত হন।
হীরার পরিবার ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করেছিল, এবং পাকিস্তানে ফেরার পর হীরা টিকটক ভিডিও পোস্ট করা শুরু করেছিল। তদন্তকারীরা হীরার মুঠোফোন জব্দ করেছেন, তবে এটি লক করা অবস্থায় রয়েছে।
হীরার হত্যায় জড়িত থাকার অভিযোগে তার বাবার শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী, যদি অনার কিলিং প্রমাণিত হয়, তবে আসামিদের বাধ্যতামূলকভাবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
সোর্স: বিবিসি
বিডি প্রতিদিন/আশিক