মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন নিয়ে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে। গুগল সম্প্রতি ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গালফ অব মেক্সিকোর নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ রাখা হবে। তবে মেক্সিকোতে এবং অন্যান্য দেশে পুরোনো নামই বহাল থাকবে।
এমন সিদ্ধান্তের পরই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম গুগলকে চিঠি লিখে নাম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই গালফ অব মেক্সিকোর নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করেছে এবং সরকারি সব নথিপত্রে এই পরিবর্তন আনতে শুরু করেছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই বলেছিলেন, তিনি গালফ অব মেক্সিকোর নাম বদলাবেন। সেই অনুযায়ী গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন করা হয়।
গুগল জানায়, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গালফ অব মেক্সিকোর নতুন নাম হবে ‘গালফ অব আমেরিকা’। তবে মেক্সিকোতে আগের নাম বহাল থাকবে এবং অন্যান্য দেশে দুই নামই দেখানো হবে।
এ সিদ্ধান্তের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ১২ নটিক্যাল মাইলের ভেতরে যা খুশি করতে পারে, কিন্তু আন্তর্জাতিকভাবে এই উপসাগর গালফ অব মেক্সিকো হিসেবেই স্বীকৃত থাকবে।”
মেক্সিকোর কড়া প্রতিক্রিয়া
শিনবাউম যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে উপহাস করে বলেছেন, “নাম বদলানোর এই প্রবণতা চলতে থাকলে, উত্তর আমেরিকার নাম বদলে ‘মেক্সিকান আমেরিকা’ রাখা উচিত! কারণ একসময় এই অঞ্চলকে এই নামেই ডাকা হতো।”
নাম বদলানোর অতীত বিতর্ক
এটি প্রথম নয়, এর আগে যুক্তরাষ্ট্র আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নাম পরিবর্তন করে মাউন্ট ম্যাকিনলে করেছে। ২০১৫ সালে বারাক ওবামা এটি ‘ডেনালি’ নাম দেন, যা স্থানীয়দের প্রচলিত নাম ছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে আবার ‘মাউন্ট ম্যাকিনলে’ নাম ফিরিয়ে আনেন।
গুগল জানিয়েছে, তারা গুগল ম্যাপে এই নামও পরিবর্তন করবে। তবে মেক্সিকোর চিঠির পর প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: বিবিসি