দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছে।
বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় ইউনিটি স্টেটের একটি তেলক্ষেত্র থেকে ২১ জন যাত্রী ও ক্রু বহনকারী বিমানটি যাত্রা করার সময় বিধ্বস্ত হয়।
দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন পরিচালিত রেডিও মিরায়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আর কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকুয়েই তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেননি।
সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হয়।
২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি, আরব নিউজ, ক্যানবেরা টাইমস
বিডি প্রতিদিন/একেএ