ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শনিবার ১৫৩ জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পর উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে হুথি শুক্রবার রাতে এই বন্দীদের মুক্তির পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।
তবে, জাতিসংঘের আরও সাতজন ইয়েমেনি কর্মীকে আটক করার পর হুথিরা এই মুক্তি দিয়েছে, যা বিশ্ব সংস্থাটির ক্ষোভের জন্ম দিয়েছে।
রেড ক্রস জানিয়েছে যে তারা দেশের দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের জন্য "আলোচনা পুনরুজ্জীবিত করার দিকে আরেকটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে এই মুক্তিকে স্বাগত জানায়"।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে হুথি। তারা তখন থেকে ভারত সাগর পর্যন্ত বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। এমনকি ইসরায়েলেও সরাসরি হামলা চালিয়েছে হুথি। এসব হামলায় তারা ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল