মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন।
হুথি ২০১০ সালের মাঝামাঝি থেকে গৃহযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে। ট্রাম্পের প্রথম মেয়াদে এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। বাইডেন প্রশাসন ২০২১ সালের ফেব্রুয়ারিতে হুথিদের কালো তালিকা থেকে বাদ দেয়, যুক্তি দিয়ে যে এই নামকরণ ইয়েমেনে মানবিক সহায়তা সরবরাহে বাধা সৃষ্টি করছে।
বুধবার, ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেখানে পররাষ্ট্রমন্ত্রীকে "আনসার আল্লাহকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়ে" একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নথিতে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে "ডজন ডজন" ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েলে "৩০০ টিরও বেশি প্রজেক্টাইল" নিক্ষেপ করেছে। হুথিরা সৌদি আরবের তেল শোধনাগারগুলিতেও আক্রমণ করেছে এবং লোহিত সাগর এবং বাব-এল-মান্দেব প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলিতে ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন নিক্ষেপ করেছে।
আদেশে বলা হয়েছে “হুথির কার্যকলাপ মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক নাগরিক এবং কর্মীদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধের প্রতিবাদে হুথিরা ইসরায়েল বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে এবং ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। ইয়েমেনে হুথি-সংশ্লিষ্ট সামরিক স্থাপনা এবং অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েল।
বুধবার হুথিরা ঘোষণা করেছে তারা ২০২৩ সালের নভেম্বরে জব্দ করা বাহামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ গ্যালাক্সি লিডারের ক্রুদের মুক্তি দিচ্ছে। বিবিসির তথ্য অনুসারে, জাহাজটি তুরস্ক থেকে ভারতে যাওয়ার সময় ২৫ জন মেক্সিকান, ফিলিপিনো, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং ইউক্রেনীয়কে আটক করা হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল