ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে নিন্দার ঝড় বইছে। গতকাল রাজধানীতে বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ মিছিল করেছে খেলাফত মজলিস। গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এ মিছিলের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, অধ্যাপক কাজী মিনহাজুল আলম। মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ইসরায়েল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে। আমরা জাতিসংঘ, ওআইসি, আরব লিগসহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এ ছাড়া বাদ জুমা বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ খেলাফত আন্দোলন। ইসলামী ছাত্রশিবির বাদ জুমা একযোগে দেশের প্রত্যেক জেলায় বিক্ষোভ মিছিল করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব মহানগর ও জেলায় বিক্ষোভ করে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশ আহলে হাদিস জামায়াত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সংসদ বংশালে বিক্ষোভ করে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাড্ডায় বিক্ষোভ মিছিল করে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিাট, খোদাভীরু ছাত্র-জনতা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, ইনকিলাব মঞ্চ, পিপলস এগেইনেস্ট জেনোসাইড, বাংলাদেশ শান্তিসংঘসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল করে।
বিএনপির প্রতিবাদ : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ইসরায়েলের এ ভয়াবহ রক্তাক্ত আগ্রাসন ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান।’ গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর চলছে নিষ্ঠুর বর্বরতা। গাজা উপত্যকাকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে নির্বিচারে বিমান হামলায় নারী-শিশুসহ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।