আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, আমরা সবাই শোকার্ত। এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমরা আজকেই (গতকাল) পোস্টমর্টেম প্রতিবেদন নেওয়ার ব্যবস্থা করেছি। আছিয়ার মৃতদেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত থাকবেন। তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আশা করি পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। এরই মধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় (দণ্ডবিধি) স্টেটমেন্ট নেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে। এ ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের দিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান উপদেষ্টা। এ ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে পুলিশ মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম বলেছেন, মামলাটির তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে এ বার্তা পাঠানো হয়।