ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান প্রাথমিকভাবে মনোনয়ন না পাওয়া নেতাদের সঙ্গে দেখা করেছেন। তিনি তাদের বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আবদুল মান্নান বলেন, ‘আমি জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য। দুইবার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, দুইবার নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, দুইবার জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছি। বর্তমানে নবীনগর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। এ ছাড়া দুইবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এক বার সভাপতি ছিলাম। বর্তমানে জেলা আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছি।’
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনে মনোনয়ন দিয়েছেন। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই আসনে দল থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা সবাই যোগ্য প্রার্থী। দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পাওয়ার পর আমি তাদের সবার বাড়িতে গেছি। তাদের সমর্থন-সহযোগীতা প্রত্যাশা করেছি।’
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে নবীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করব, সন্ত্রাস, বালু দস্যু ও ভূমিখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও বেকার যুব সমাজকে কর্মমুখী করে একটি আধুনিক নবীনগর গড়ে তুলবো।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো. কাউছার, সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, নবীনগর উপজেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো. পল্টু, জেলা যুবদলের সহ-সভাপতি তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলাল, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনূর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমানসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক