সেলিব্রিটিদের মাঝে মধ্যেই নানা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। ভক্তদের মাঝে বিপুল পরিমাণ নিরাপত্তারক্ষীর কী প্রয়োজন? এই প্রশ্ন একাধিকবার উঠলেও নানা পরিস্থিতি প্রমাণ করে দেয়, ভিড়ের মাঝে মোটেও তারা নিরাপদ নন। এবার সেই একই ঘটনা ঘটে গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে।
এক অনুষ্ঠানে গিয়ে বিপত্তিতে পড়তে হলো জনপ্রিয় নায়িকাকে। ভিড়ের মাঝে শ্রাবন্তীকে গাড়ি থেকে নামিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়াই হয়ে উঠেছিল সমস্যার। চারিদিক থেকে ভক্তরা প্রায় জেঁকে ধরল শ্রাবন্তীকে। নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরলেও নিস্তার মিলছিল না। সেই ভিড়ের মাঝেই নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করছিলেন শ্রাবন্তী।
তবে তারই মাঝে তাকে অশ্লীলভাবে স্পর্শের চেষ্টা, বিষয়টা সহ্য করতে না পেরেই মেজাজ হারিয়ে মারতে ছোটেন নায়িকা। যদিও তাকে সামলে নিয়ে মঞ্চে ওঠা হয়।
সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। কোথায় এই ঘটনা ঘটেছে তা সামনে না এলেও এই ঘটনায় নেটপাড়ায় ইতোমধ্যেই শোরগোল শুরু হয়ে গেছে।
বিডি প্রতিদিন/কেএ