আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিংয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান। হৃষীকেশের পাহাড়ি অঞ্চলে ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই অভিনেতা।
বলিউড সংবাদমাধ্যম অনুযায়ী, বরুণ তার আঙুলে গুরুতর চোট পেয়েছেন। দুর্ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর অভিনেতা নিজেকে কিছুটা সুস্থ করে তুলেছেন। শুধু তাই নয়, শুটিং যাতে কোনোভাবেই থেমে না যায়, সেদিকে বিশেষ খেয়াল রাখছেন বরুণ। বুধবার, তিনি তার আহত আঙুলের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় জানতে চেয়েছেন, আঙুল সেরে উঠতে কত দিন সময় লাগবে?
২২ মার্চ থেকে হৃষীকেশে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং শুরু হয়েছে, যেখানে বরুণের নায়িকা হিসেবে রয়েছেন পূজা হেগড়ে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে উভয়েই সেখানে বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।
প্রায় মাসখানেক আগে ‘বর্ডার ২’-এর শুটিংয়ের সময়ও বরুণ আঙুলে চোট পেয়েছিলেন। সেই সময়ও গভীর ক্ষতের কারণে প্রচুর রক্তপাত হয়েছিল, তবে শুটিং বন্ধ করেননি তিনি।
এই দিনও চিকিৎসার পাশাপাশি বরুণকে তার আহত আঙুলে বরফ লাগাতে দেখা যায়, যার ছবি তিনি শেয়ার করেছেন। আঙুলটি ফুলে লাল হয়ে গেছে।
বিডি প্রতিদিন/মুসা