গত বছর দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকেই বিয়ে করেন সোনাক্ষী সিনহা। অনেকেরই কৌতূহল সোনাক্ষী কি চুপিচুপি জাহিরকে ভালোবেসে ধর্মান্তরিত হয়েছেন? তবে ভিনধর্মে বিয়ে বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন শত্রুঘ্নকন্যা। এক সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা বলেন, ‘আমরা ধর্ম নিয়ে কখনো ভাবিনি। আমরা দুজন মানুষ একে অপরের প্রেমে পড়েছিলাম। এ বিয়েতে কেউ কারও ধর্ম একে অপরের ওপর চাপিয়ে দিইনি। সে তাঁর ধর্ম আমার ওপর চাপিয়ে দেয়নি, আমিও আমার ধর্ম ওর ওপর চাপিয়ে দিচ্ছি না।