‘যে রাঁধে সে চুলও বাঁধে’-কথাটি তাঁর জন্য একদম যুতসই। স্বামী, সংসার ও সন্তান; নিজেকে শুধু এ তিন ‘স’তে আবদ্ধ রাখেননি। রূপে-গুণে আর অভিনয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য মাত্রায়। বলছিলাম নন্দিত মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার কথা। অভিনেত্রীর বাইরে তিনি একজন গবেষক, শিক্ষক, কণ্ঠশিল্পী, গীতিকার। শুধু তাই নয়, তিনি একজন লেখক এবং উন্নয়ন কর্মীও। গবেষণাবিষয়ক লেখালেখির পাশাপাশি শিশুদের জন্য বই লেখেন তিনি। এক নামের পাশেই যার এত পরিচয় তাঁর গুণ সম্পর্কে আর নতুন করে কিছু বলার অপেক্ষাই রাখে না। এতকিছু একসঙ্গে কীভাবে সামলাচ্ছেন? তিনি বলেন, ‘কষ্ট তো হয়। এটা কিন্তু আমি বহু বছর ধরেই করে আসছি। প্রায় প্রতিটা দিনই আমি তাড়াহুড়োর মধ্যে থাকি। প্রায় ১৮ বছর ধরে ব্র্যাক ইন্টারন্যাশনালে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছি। প্রোগ্রামটির প্রধান হিসেবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ। বেশিরভাগ সময় আমাকে দেশের বাইরে ভ্রমণ করতে হয়।’