বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
এখন পুরোপুরি নাটক নিয়ে ব্যস্ত। আমি সিঙ্গেল নাটক করছি। সবই দর্শক দেখছে, পছন্দ করছে। ওটিটির ক্ষেত্রে বলব, অভিনয়ের ওপর আমার পুরো ফোকাস থাকে, সেটা যে প্ল্যাটফরমেই হোক। অভিনয় করতে চাই, যে প্ল্যাটফরমেই হোক যদি ব্যাটে-বলে মিলে যায় তাহলে করব।
ভালোবাসা দিবস কেমন কাটল?
আমার ১৩ তারিখ পর্যন্ত শুটিং ছিল। ১৪ তারিখটা শুধু বাদ রেখেছিলাম ফ্যামিলির সঙ্গে ঘুরব বলে। যেহেতু আমি সিঙ্গেল তাই এ দিনটা পুরোই আমার ফ্যামিলির জন্য ছিল। আর ভালোবাসা দিবসে হাসান রেজাউলের ‘রিফ্লেকশন অব লাভ’সহ আমার বেশ কিছু কাজ প্রকাশ হয়েছে।
বন্ধুত্ব নাকি ভালোবাসা কোনটাতে বিশ্বাসী?
ভালোবাসার সংজ্ঞা আমার কাছে মনে হয়, বন্ধুত্বটা যখন খুব ভালো থাকে তখন ভালোবাসা ছাড়াও সম্পর্কটা আটকে থাকে। ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য বন্ধুত্বটা খুব দরকার। ভালোবাসার মানুষটা যদি ভালো বন্ধু হয় তাহলে সম্পর্কটা দীর্ঘদিন টিকে।
অভিনয়ের বাইরে কীভাবে সময় কাটে?
অভিনয়ের বাইরে আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকতে খুব পছন্দ করি। আমরা মুভি দেখতে যাই, ঘোরাঘুরি করি এভাবেই সময় কাটে।
অভিনয় জগতে আসাটা কি হুট করেই?
না তেমন নয়, আমার স্বপ্নই ছিল অভিনয় করব। আমি যখন ক্লাস ফাইভ-সিক্সে পড়ি তখন থেকেই। তখনই ফ্যামিলিকে বলতাম, আমি কাজ করব। কান্না করে বলতাম আমি নিজেকে টিভিতে দেখব। তো আব্বু-আম্মু সব সময় বলেছে আগে বড় হও, বুঝতে শেখ তারপর অভিনয়ে যেও। ২০১২ সালে দেখলাম ভিট চ্যানেল আই টপ মডেল আবার শুরু হচ্ছে, তখন আমি ছবি পাঠাই এবং সেখানে আমি সিলেক্ট হই। ওখান থেকে আমি ২০১৩ সালের শুরুতে বের হই সেকেন্ড রানারআপ হয়ে। ২০১২ সালের ভিট চ্যানেল আই টপ মডেল সেকেন্ড রানারআপ হই। তারপর থেকে আমার জার্নিটা শুরু হয়। প্রথমে টিভিসি দিয়ে শুরু করি। তারপর নাটকের কাজ শুরু।
কার অভিনয় ভালো লাগে?
মোশাররফ করিম ও জয়া আহসান আমার আইডল। আমি যদি জুটি হিসেবে মোশাররফ করিম ভাইয়ার সঙ্গে কাজ করতে পারি তাহলে নিজেকে লাকি মনে করি। আর জয়া আপুর কাজ আমার ভীষণ পছন্দ। উনার সব কাজ আমি দেখি। উনার অভিনয় দেখলে মনেই হয় না উনি অভিনয় করছেন, পুরো ক্যারেক্টারে ঢুকে যান তিনি।
সবাই বলে আপনার হাসিটা খুব সুন্দর...
হাসিটা সুন্দর কি না জানি না, তবে আমি মন থেকে হাসি, তাই হয়তো আমার হাসিটা সবার এত পছন্দ।
বিয়ে নিয়ে প্ল্যান কী?
বিয়ে নিয়ে আপাতত কোনো প্ল্যান নেই। আমার বড় বোনের আগে বিয়ে হোক তারপর ভাবব। পরেই বিয়ে করি, যাক না কয়েক বছর।