ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। প্রায় এক যুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। অন্যদিকে ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দুজনই শোবিজ অঙ্গনের হলেও তাঁদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এ অভিনেত্রী। প্রভা জানান, ‘শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম। তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাঁকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।’ প্রভা বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সর্বশেষ তাঁর তিনটি সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তাঁর ভক্ত হয়ে গেছি।’ এ সময় শাকিব খানের কাজের প্রশংসা করে এ অভিনেত্রী বলেন, ‘শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’