গত বছর জয়া আহসান ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের মঞ্চে যখন বাংলার ঐতিহ্য জামদানিকে ফিউশন আঙ্গিকে পরেছিলেন, তখন নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। সে সময় জয়া আরও বলেছিলেন, তিনি সুযোগ পেলে আবারও জামদানিকে এমন ফিউশন আঙ্গিকে পরবেন। নিজের সেই কথা যে তিনি বেশ আমলে নিয়েছেন তা বোঝা যায় এ অভিনেত্রীর ফেসবুক পেজ ঘাঁটলেই। সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানেও তাঁকে নীল জামদানি পরতে দেখা গেছে। তবে ব্লাউজ ছিল একেবারেই আলাদা ধরনের। আর এবার তো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবেই জামদানির ফিউশন নিয়ে হাজির জয়া আহসান। নেদারল্যান্ডসের রটরড্যাম শহরে অনুষ্ঠিত ‘রটরড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’কে চলচ্চিত্রবোদ্ধারা দারুণ সমাদর করেন। কারণ এ উৎসব মানের দিক থেকে দারুণ সচেতন। গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে রটরড্যাম চলচ্চিত্র উৎসব। এতে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়ছে জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’।