ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা ইফফাত জাহান মম নির্মিত ভালোবাসার গল্পের নাটক ‘ব্যথার বাগান’। ভালোবাসা ও বন্ধুত্বের গল্প বলবে নাটকটি।
নাটকটির গল্প ভাবনা লেখক কিঙ্কর আহসানের। তৌসিফ মাহবুব ও আইশা খান নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া লেখক কিঙ্কর আহসানকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নির্মাতা মনে করেন, ভালোবাসার গল্প ছাড়াও এ নাটকের সংগীত পছন্দ করবেন তরুণরা। জাহিদ নীরবের সংগীতে মাশা ইসলাম ও হাসিবুল নিবিরের গাওয়া একটি গানও থাকছে নাটকে। কে এস ফিল্মস প্রযোজিত নাটকটি নির্মিত হয়েছে ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে। আজ কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ব্যথার বাগান’।