এ প্রজন্মের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রায় তিন বছরের ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় নাটক উপহার দিয়েছেন। নানারকম বৈচিত্র্যময় চরিত্র ও কাজ দিয়ে শোবিজে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। নতুন বছরেও ফের আলোচনায় উঠে এসেছেন অভিনীত নাটক দিয়ে। তাঁর সঙ্গে কথা বলেছেন-পান্থ আফজাল
কেমন চলছে কাজ?
চলছে ভালোই, আলহামদুলিল্লাহ! বেশকিছু কাজ করছি। এক এক করে প্রচার হবে।
‘লালপরী’র কী খবর?
আমার? ওহ না, এটা তো একটা নাটকের নাম। সম্প্রতি করেছি আরটিভির জন্য। পরিচালনায় শেখ নাজমুল হুদা ইমন। ভালো একটি কাজ হয়েছে। খায়রুল বাসার, রোজী আপাসহ আরও অনেকেই ছিল। আমি যতদূর জানি, এটি ঈদে আসবে।
আর ‘রোদের মায়ায়’?
এটি ভালোবাসা দিবসের নাটক। এটি প্রেম এবং সম্পর্কের গভীরতার এক অনন্য চিত্র, যেখানে বাবা-মেয়ের সম্পর্ক, সংগ্রাম এবং ভালোবাসার এক অন্যরকম রূপ দর্শকদের সামনে আসবে। নাটকের নির্মাতা জয় চৌধুরী। এটিতে আমি অবন্তি চরিত্রে অভিনয় করেছি আর রিফাত চরিত্রে ছিল জুনায়েদ বোগদাদী। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
নতুন বছরের শুরুটা কেমন ছিল?
ভালোই তো। আসলে এখন কাজের ক্ষেত্রে অনেক সিলেকটিভ হচ্ছি। বুঝেশুনে ভালো কাজগুলো করছি। আমি ক্যারিয়ারে অনেক কমেডি বা ফানি নাটক করেছি। তবে এখন সিরিয়াস ও গল্পনির্ভর কাজ করছি। সামনেও করতে চাই।
এ সময়ে নাটকের বাজেট নিয়ে সন্তুষ্ট?
আসলে ভালো কাজে বাজেট সবসময় ম্যাটার করে। বাজেট ভালো না হলে নিম্নমানের কাজ হয়। প্রজেক্ট ভালো হয় না। তবে বাজেট কিন্তু বেড়েছে। ভালো বাজেটে এখন কিন্তু নাটক নির্মিত হচ্ছে। আমি সন্তুষ্ট।
নাটক-সিনেমায় সিন্ডিকেট নিয়ে মন্তব্য?
ফিল্মের ব্যাপারটা বলতে পারব না, তবে নাটকের বিষয় জানি। আসলে যখন যার যে পরিমাণ ফেম বা খ্যাতি থাকবে তখন সবাই তাকে নিয়েই কাজ করতে চায়। কোনোকিছুই পার্মানেন্ট না। আমি অবশ্য সিন্ডিকেট নিয়ে মাথা ঘামাই না। মেধা থাকলে কেউ আটকাতে পারবে না।
ছোট পর্দায় অনেক কাজ হলো, সিনেমায় কবে?
আমি তো করতেই চাই। কিন্তু ব্যাটে-বলে মিলছে না যে! আমি কী করব? ভালো স্ক্রিপ্ট তো পাচ্ছি না। আর এখন তো ইন্ডাস্ট্রিতে অনেক সুঅভিনেত্রী বা মুভিস্টার আছেন। তারা তো সবার প্রথম অপশন। এরপর দ্বিতীয় অপশন হিসেবে আমরা।
ওয়েব সিরিজে অভিনয় করেছেন, প্রশংসিতও হয়েছেন। ওটিটির কারণে কি টিভিনাটক কমিয়ে দিয়েছেন...
আমার কাছে মাধ্যম কোনো বড় বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব। তাই বলে টিভি নাটক বাদ দিতে হবে এটা মনে করি না। একটু খেয়াল করে দেখবেন, দিনশেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন।
সম্পর্ক রয়েছে, প্রেমিকও প্রস্তুত, বিয়ে কবে হচ্ছে?
বিয়ে নিয়ে এখনই ভাবছি না। আপাতত কাজে আরও বেশি সিরিয়াস হতে চাই। কেবল তো ক্যারিয়ার শুরু হলো, এখনই সময় বেশি বেশি ভালো কাজ করে যাওয়া। বিয়ে পরেও করা যাবে।