লাক্সতারকা হিসেবে শোবিজে পথচলা শুরু শানারেই দেবী শানুর। কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। শানু অভিনীত একমাত্র সিনেমা খিজির হায়াত খান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’ বেশ প্রশংসা পায়। দীর্ঘদিন অভিনয়ে নেই শানু। তবে তিনি জানান, শিগগিরই অভিনয়ে ফিরবেন।
লেখালেখিতে মগ্ন শানু এবারের অমর একুশে বইমেলা নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি এবার লিখেছেন মিথলজিক্যাল থ্রিলার ‘বাঘমানুষ’। প্রথম দিন থেকেই বইমেলায় যাচ্ছেন শানু। পাঠকদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে বই নিয়ে। এবারের বইটি নিয়ে শানু বলেন, ‘প্রত্যাশার আশা না করে যে প্রেম সেই প্রেমই তো স্বার্থহীন ভালোবাসার মায়া...আমি শুধু নিরন্তর ভালোবেসে যেতে চাই শব্দের এ নিবিড় প্রেমে...যদি শব্দ কখনো ছেড়ে যায়, তবে হয়তো নির্বাক বসে থাকব তবু ভালোবেসেই যাব আমৃত্যু।’