এবার চমক নিয়ে হাজির হচ্ছেন তটিনী। সেটাও আবার নিশোর বিপরীতে। ভিকি জাহেদের ‘আজাদ’ শিরোনামের সিরিজে কাজ করবেন তিনি। প্রথমবারের মতো অভিনয় করবেন নিশোর বিপরীতে। ফলে এটিই হতে চলেছে তটিনীর প্রথম কোনো ওটিটি কনটেন্ট। যদিও এর আগে নিশো-তটিনী জুটি ভিকি জাহেদের সঙ্গে করেছিলেন আরটিভি প্রযোজিত নাটক ‘বাঁচিবার হলো তার সাধ’। এ ছাড়াও নিশো-ভিকি জুটির একাধিক নাটক দারুণ সাড়া ফেলে দর্শকমহলে। নতুন এ সিরিজের গল্পও একই প্যাটার্নের বলে জানা যায়। এদিকে সিরিজ সংশ্লিষ্ট একাধিক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে এখনই অভিনয়শিল্পী বা নির্মাতা কেউ-ই মুখ খুলতে চাইছেন না। সিরিজটি আসছে কোরবানি ঈদে মুক্তির কথা রয়েছে। এবার দেখার পালা, তটিনী-নিশো জুটি কতটা চমক ফেলতে পারে।