নিজের ভক্তদের আগামীর জন্য আরও শক্তিশালী, আগ্রাসি হয়ে মাঠে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন- আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসি এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন, এটাই আমাদের প্রতিশ্রুতি। ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের বড় শক্তি।’