বর্ষীয়ান গায়ক অঞ্জন দত্ত। গানের পাশাপাশি একদিকে যেমন তার চোখ ধাঁধানো অভিনয়, তেমনি আবার পরিচালক হিসেবেও অঞ্জন দত্তের কাজ মন ছুঁয়েছে দর্শকদের। সংগীতের দুনিয়ায়ও তার অনবদ্য খ্যাতি রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে, অপর্ণা সেনের সঙ্গে অভিনয় করতে পারার সুযোগ পাওয়াটাও বড় ব্যাপার ছিল তার জন্য। অপর্ণা সেনের বিষয়ে অঞ্জনের ভাষ্য, ‘অপর্ণা সেন বাণিজ্যিক ছবিতে অভিনয় করতেন। সেই সময়ে নায়িকাদের বেশির ভাগ ছবিতেই দেখা যেত প্যানপ্যান করে কাঁদতে। এটাকে আমি ছোট করছি না। ভালো অভিনেত্রী বলেই তিনি (অপর্ণা সেন) ভালো পরিচালক। যারা ভালো অভিনেত্রী হন তারা খারাপ পরিচালনা করতেই পারেন না বলে আমার বিশ্বাস। এটা আমি নিজের ক্ষেত্রেও মনে করি।’