ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও টেলিফিল্ম। কাজ করেছেন সিনেমাতেও। নাটকের পাশাপাশি তাঁকে দেখা ওটিটি প্ল্যাটফরমেও। এখন ব্যস্ত রয়েছেন আসন্ন ভালোবাসা দিবসের কাজ নিয়ে। তবে নাটক-ওটিটিতে কাজ করলেও তিনি অপেক্ষায় রয়েছেন বড় পর্দার। সিনেমা নিয়ে রয়েছে আগ্রহ। তবে এর জন্য সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে জানান সাবিলা। সিনেমায় কাজের ইচ্ছা প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘বড় পর্দার প্রস্তুতি তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব। সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন। ওটিটির ক্ষেত্রেও আমি এমনটাই বলেছি। নাটক ও ওটিটিতে দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। সিনেমায় আমার অভিষেকও এমনভাবেই হোক যেন দর্শক খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করে।’ সিনেমা নিয়ে কথা এগিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কথাবার্তা অনেকখানি এগিয়েছে।’