হাতে গোনা কিছু নায়ক-নায়িকা ছবির কাজে কমবেশি ব্যস্ত সময়ও পার করছে। বর্তমানে ছবিতে অভিনয়ে ব্যস্ত রয়েছেন এমন দুজন নায়িকার মধ্যে আছেন পূজা চেরী ও শবনম বুবলী...
দেশীয় চলচ্চিত্র জগতে ছবি নির্মাণে খরা চলছে দীর্ঘদিন ধরে। এ খরার কবলে পড়ে চলচ্চিত্র পরিচালক, নায়ক-নায়িকা, শিল্পী-কলাকুশলীরা প্রায় বেকার। বড় মাপের প্রযোজনা সংস্থাগুলো বন্ধ হয়ে চলচ্চিত্রপাড়া এখন প্রযোজকশূন্য বলা যায়। ছবির অভাবে সিনেমা হলগুলো ক্রমাগত বন্ধ হতে হতে এখন প্রায় শূন্যের কোঠায় এসে ঠেকেছে। সব মিলিয়ে ঢাকাই চলচ্চিত্র দুনিয়া এখন অস্তিত্ব সংকটে পড়েছে। তারপরও আশার কথা হলো- এ নেতিবাচক অবস্থার মধ্যেও কিছু ছবি হচ্ছে, কোনো কোনো ছবি সাফল্যও পাচ্ছে এবং হাতে গোনা কিছু নায়ক-নায়িকা ছবির কাজে কম- বেশি ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে ছবিতে অভিনয়ে ব্যস্ত রয়েছেন এমন দুজন নায়িকার মধ্যে আছেন পূজা চেরী ও শবনম বুবলী।
বুবলী প্রায় আট বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর টানা ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করেন। ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে তাঁর অভিনীত ছবি মুক্তি পেয়ে আসছে। গত বছরও দুই ঈদে তাঁর তিনটি ছবি মুক্তি পায়। ‘মায়া দ্য লাভ’ ও ‘রিভেঞ্জ’ ছবি দুটি ছিল চলনসই। তবে মিশুক মুনীরের ‘দেয়ালের দেশ’ ছবিতে অভিনয়শিল্পী হিসেবেই দর্শকরা দেখতে পেয়েছেন বুবলীকে। অন্যদিকে রায়হান রাফির ‘টান’ ও ‘৭ নাম্বার ফ্লোর’ ছবিতেও দক্ষ অভিনয় দিয়ে শবনম বুবলী তাঁর অভিনয়ের জাত চিনিয়েছেন। গত বছরের শেষদিকে ‘পিনিক’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হন এবং বর্তমানে এ ছবিতে অভিনয়ে ব্যস্ত রয়েছেন। এতে তাঁর বিপরীতে রয়েছেন বর্তমান সময়ের আলোচিত নায়ক আদর আজাদ। ইতোমধ্যে বুবলীকে নিয়ে ‘পিনিক’ ছবির একটি পোস্টার প্রকাশ হয়েছে। যে পোস্টার বুঝিয়ে দিয়েছে ছবিতে তাঁর রূপায়িত চরিত্রটি হবে রহস্যময়ী। শবনম বুবলীর হাতে বর্তমানে আরও অর্ধডজনের মতো ছবির কাজ ও প্রস্তাব রয়েছে। এসব কাজ নিয়ে চলতি বছর আরও ব্যস্ত হয়ে উঠবেন তিনি।
অন্যদিকে এ সময়ের আরেক ব্যস্ত নায়িকা হলেন পূজা চেরী। ২০১১ সালে জাকির হোসেন রাজুর ‘মনের ঘরে বসত করে’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। এরপর শিশু ও কিশোরী চরিত্রে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। ২০১৮ সালে কলকাতার ছবি ‘নূর জাহান’-এ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। একই বছর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন টু’ ছবির নায়িকা হিসেবে দক্ষ অভিনয় দিয়ে সহজেই দর্শক নজর কাড়েন এবং সফল নায়িকার আসনে আসীন হন পূজা। ২০২৪ সাল পর্যন্ত নায়িকা চরিত্রে তাঁর আরও একডজন ছবি মুক্তি পায়। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া জাগানো একটি ছবি হলো এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’। এতে তাঁর বিপরীতে ছিলেন শাকিব খান। গত বছর তাঁর দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’, এ ছবিতে তাঁর নায়ক ছিলেন আদর আজাদ। অন্যটি সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। দুটি ছবিতেই কাজ করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন এবং দর্শক প্রশংসা কুড়িয়েছেন পূজা। চলতি বছর পূজা চেরী অভিনীত ও মুক্তি প্রতীক্ষিত এবং নির্মাণ পর্যায়ের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’, আলোক হাসানের ‘নাকফুলের কাব্য’ প্রভৃতি। চলতি বছর চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব ফিল্মেও কাজ করছেন তিনি। এরই মধ্যে তাঁর অভিনীত ‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে এবং এতে তাঁর উপস্থাপিত চরিত্রটি তাঁর অভিনয় ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করেছে। এর বাইরেও এ মুহূর্তে হাফ ডজনের বেশি সিনেমার কল রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে আবারও বলা যায়, বিধ্বস্ত প্রায় ঢাকাই চলচ্চিত্র জগতের জন্য বুবলী ও পূজার মতো দুই নায়িকার এখন এমন ব্যস্ত সময় পাড় করা সত্যি সুখের ও আশাজাগানিয়া ব্যাপার।