ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব। এ তারকা অল্প সময়ের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছেন তাঁর সুনিপুণ অভিনয় দিয়ে। নতুন বছরেও নতুনভাবে নানারকম কাজ নিয়ে হাজির হচ্ছেন। তাঁর সঙ্গে সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
নতুন বছরটা কেমন যাবে?
আমার ২০২৪ সালটা খুবই ভালো গেছে। ক্যারিয়ারে তো দীর্ঘ সময় পার করে এসেছি। এখনকার সময়টা যদি আগের সময় থেকে ভালো না যায় সেটা কিন্তু আমার ব্যর্থতা। তাই ২৫ সালটাও এর চেয়ে বেশি ভালো যাক। এমনি করে ২৬, ২৭, ২৮ প্রতিটি বছর আগের বছরের তুলনায় খুবই ভালো যাক, এ প্রত্যাশাই করি সর্বদা।
১০ কিমি ম্যারাথনে দেখা গেল...
‘লাইফ ইজ নট অ্যা রেস বাট অ্যা ম্যারাথন’...হাহাহা। শুক্রবার ছিল এ ইভেন্টটি। দারুণ লাগল। সুন্দর অভিজ্ঞতা। ১০ কিমি শেষ করেছি মাত্র ৬৪ মিনিটে! সামনে আরও ম্যারাথনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে। দেখা যাক।
ফেসবুকের একটি রিলে নতুন লুকে তৌসিফকে দেখা গেল। নতুন কোনো চমকের আভাস নাকি?
এখন বলা যাবে না। এটার জন্য দর্শকদের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে লুক বা ফ্যাশন যা-ই বলেন না কেন, এগুলো আসলে নিজের জন্য। নিজের জন্য মানেই তো অডিয়েন্সের জন্য। নতুন বছরে চাই নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে।
বছরের শেষ কাজ ও নতুন বছরের শুরুর কাজ কোনটি ছিল?
বছরটা শেষ হয়েছিল মহিদুল মহিমের ‘দ্বিধা’ দিয়ে। কাজটি অন্যরকম ছিল। নাটকের গল্পে আমি একজন রকস্টার। যে কি না একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা হয়ে ওঠে। এটির মধ্যে একসঙ্গে সাতটি গান ব্যবহৃত হয়। আর নতুন বছরটা শুরু করেছি মিশুক মিঠুর ‘পূর্বের বারান্দায় দেখা’ নাটকটি দিয়ে। আমার বিপরীতে কেয়া পায়েল ছিল। ৯ তারিখ প্রকাশ হয়েছে। রোমান্টিক ধাঁচের। গল্পটি সুন্দর। কাজটিও অনেক যত্ন করে করেছি।
ভ্যালেন্টাইনের কাজ আসবে কি?
কিছু কাজ করেছি। কিছুদিন আগে তটিনীর সঙ্গে ‘মন দিওয়ানা’ করেছি। আসলে ভালোবাসা দিবসের নাটক নিয়ে সব সময়ই ভক্তদের আলাদা আগ্রহ থাকে। যে কারণে একটু প্রস্তুতি নিয়েই নাটকগুলোতে অভিনয় করি। একটি নাটক সময় নিয়ে করতে পারলে ভালো হতো। সবার আবদার মেটাতে একাধিক নাটকের কাজ করতে হয়। সবকটিতেই গল্প ও চরিত্রে গুরুত্ব দিচ্ছি। কাজগুলো নিয়ে অনেক বেশি আশাবাদী।
ইউটিউবে অনেকেই রাতারাতি তারকাখ্যাতি পাচ্ছে অল্প সময়ে এসে...
এগুলো কিন্তু কাউন্ট অবশ্যই করতে হবে। কারণ ইউটিউব ফ্রি মিডিয়া। এটা কিন্তু নাটকের জন্য শুধু বানানো হয়নি। আপনার যদি একটি মোবাইল থাকে সেটা দিয়ে ভিডিও করে উপার্জনও করতে পারবেন একসময়। সো যে যত ক্রিয়েটিভ তাঁর কনটেন্টটি তত ভিউ পাবে। একটি নাটকের থেকেও বেশি হতে পারে একটি ৫ মিনিটের কনটেন্ট। তবে তা দিয়ে কিন্তু পপুলারিটি মাপা যাবে না। সেটা যদি দুটো মাধ্যমে মিলিয়ে ফেলি তাহলে ঠিক হবে না।