ছোট পর্দার অভিনয়শিল্পীরা প্রায় আশির দশক থেকেই বড় পর্দায় কাজ করছেন। যদিও এ সংখ্যা কম, তারপরও এখনো এ ধারা অব্যাহত রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এখন যেহেতু সিনেমার জন্য গ্রহণযোগ্য অভিনয় শিল্পীর অভাব রয়েছে, তাই ছোট পর্দার শিল্পীদের বড় পর্দায় আগমনকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। বড় পর্দায় নাম লিখিয়েছেন নাটকের নতুন-পুরাতন অনেক অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন- আফজাল হোসেন, হুমায়ুন ফরীদি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মানস বন্দ্যোপাধ্যায়, জাহিদ হাসান, জয়া আহসান, আফরোজা বানু, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আরিফিন শুভ, আবদুন নূর সজল, আফরান নিশো, সিয়াম আহমেদ, জাকিয়া বারী মম, নুসরাত ইমরোজ তিশা, আজমেরী হক বাঁধন, অর্চিতা স্পর্শিয়া, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, সাদিয়া আয়মান, খাইরুল বাশারসহ আরও অনেকে। চলতি বছরও সিনেমা নিয়ে নাটকের শিল্পীদের থাকবে ব্যস্ততা। এর মধ্যে অনেকেই নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিয়েছেন। অনেকের আবার বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এমন শিল্পীর মধ্যে অন্যতম কয়েকজন হলেন-
জিয়াউল ফারুক অপূর্ব : নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব ক্যারিয়ারে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামে একটি সিনেমা করেছেন। এটি ২০১৪ সালে মুক্তি পায়। এরপর গত বছরের ২০ ডিসেম্বর তাঁর অভিনীত কলকাতার সিনেমা ‘চালচিত্র’ মুক্তি পায়। এ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় এ অভিনেতার। জানা গেছে, এ সিনেমার সিক্যুয়েল নির্মিত হবে। সেখানেও থাকছেন অপূর্ব। এ অভিনেতা বলেন, ‘নাটকের পাশাপাশি ওটিটি এবং সিনেমাও করা হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে।’
আবদুন নূর সজল : নাটকের অভিনেতা আবদুন নূর সজল। ওটিটি ও বিজ্ঞাপনের কাজ নিয়ে তাঁর ব্যস্ততা। গত বছর শেষ করেছেন ‘ঋতুকামিনী’ নামে একটি সিনেমার কাজ। চলতি বছর এটি মুক্তি পেতে পারে। পাশাপাশি ওয়েব ফিল্মেরও কাজ আছে তাঁর হাতে।’
মেহজাবীন চৌধুরী : নাটকের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গত বছর সিনেমা নিয়েই ব্যস্ত ছিলেন। তাঁর অভিনীত দুটি সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতি’ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। এদিকে ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয় মালতি’। এ সিনেমা দিয়েই অভিষেক হয় তাঁর। অভিনেত্রী বলেন, ‘চলতি বছরও সিনেমা নিয়েই ব্যস্ততা থাকবে। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি।’
তাসনিয়া ফারিণ : নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণের সিনেমায় অভিষেক হয় গত বছর। ‘ফাতিমা’ নামে তাঁর একটি সিনেমা মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। এর আগে ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে টালিউডে অভিষেক হয় এ অভিনেত্রীর। ফারিণ বলেন, ‘নতুন সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই এটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
আফরান নিশো : নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গত বছর ঢাকাই সিনেমায় তাঁর অভিষেক হয়। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর নাটককে বিদায় জানিয়েছেন তিনি। এখন পুরোদস্তুর একজন সিনেমার শিল্পী। নিশো বলেন, এ মুহূর্তে আমার দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে ব্যস্ত আছি। এটি শুটিং শেষ করে চলতি বছর ঈদে মুক্তি পাবে।
মোশাররফ করিম : নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে বর্তমানে ওটিটি ও সিনেমা নিয়ে তাঁর ব্যস্ততা চোখে পড়ার মতো। একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনেতা বলেন, ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। এতে আমি মাঝির চরিত্রে অভিনয় করেছি। এদিকে ‘চক্কর ৩০২’ সিনেমাটিও সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি চলতি বছর মুক্তির সম্ভাবনা রয়েছে।
আজমেরী হক বাঁধন : গত বছর তেমন কোনো নাটক ও সিনেমায় দেখা যায়নি অভিনেত্রী বাঁধনকে। তবে চলতি বছর তাঁর অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। বাঁধন বলেন, গত বছর রাজনৈতিক পরিস্থিতির কারণে খুব একটা কাজ করা হয়নি। তবে বেশ কিছু কাজ শেষ করেছি। এগুলো চলতি বছর মুক্তি পাবে। এর মধ্যে ‘মাস্টার’ ও ‘এশা মার্ডার’ নামে দুটি সিনেমা রয়েছে।
চলতি বছরই সিনেমায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির, তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনীসহ অনেকেই।